দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে  মৃত্যু  ২৮,শনাক্ত ২৪১৯

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে  মৃত্যু  ২৮,শনাক্ত ২৪১৯

 দেশে চব্বিশ ঘণ্টায়  মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪১৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪১৬ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭৬০ জন। এর মধ্যে ২ হাজার ১৮৩ জনসহ সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৬৪ হাজার ৬১১জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।